Title
জামগ্রাম মোল্লাআতা গোরস্থান
History
<p>প্রবিন লোকের মুখে জানা যায় ১১০০ হিজরির দিকে হযরত মোল্লা আতা পীর সাহেব ধর্ম প্রচারের জন্য এই এলাকায় আসিলে তাঁর এখানেই মৃত্যু হয় ,তাঁহাকে এখানেই সমাধিস্থ করা হয়।তাহা থেকে আমরা অনুধাবন করি, তখন থেকে এখানে কবর স্থান হয়। হযরত মোল্লা আতা সহ বহু পীর কামেল ওলি আওলিয়া এই কবর স্থানে সমাধিস্থ হয়েছে। জামগ্রাম সহ বিভিন্ন গ্রামের লোক এই গোরস্থানে কবরস্থ হয়েছে।</p>