আনুমানিক ১১০০ হিজরীতে হযরত মোল্লা আতা পীর সাহেবের ইসলাম ধর্ম প্রচারের লক্ষে পশ্চিম দেশ থেকে এই ইউনিয়নের জামগ্রামগ্রামে উপস্থিত হয়। ঘোষনগর ইউ,পি অফিস থেকে প্রায় ৩০০ মিটার দূরে ইহার অবস্থান। হযরত মোল্লা আতা মাজারশরীফের জমির পরিমাণ ২৩ বিঘা প্রায়। হযরত মোল্লাআতার নাম অনুসারে একটি নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাটি ২৯-০৬-২০১০ ইং তারিখে ৯ নং ঘোষনগর ইউ,পির বর্তমান চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দীক সাহেবের ইচ্ছা অনুশারে এলাকার গণ্য মান্য ব্যাক্তিগণের সহয়াতায় স্থাপিত হয়। যোগাযোগ ব্যবস্থাঃ পত্নীতলা উপজেলা থেকে ৬.৫০কিমি পূর্ব দিকে গগনপুর সরকারী প্রাইমারীর স্কুলের পার্শে। যাতায়াত ব্যবস্থা রিক্সা, ভ্যান,সি,এন,জি ইত্যদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS